বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর দোহাই দিয়ে নানাজন নানারকম ফন্দি ফিকির করছেন। যার মন্দ প্রভাব জনগণকে উত্তেজিত করে সরকার বিরোধী মনোভাবের দিকে ঠেলে দেয়। আর সবধরনের চাপ সহ্য করতে হয় প্রধানমন্ত্রীকে। ইসলামিক ফাউন্ডেশনের ডিজি বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি কোরআন শরীফের বাংলা অনুবাদের ভুল সংশোধন করছেন। ডিজি সাহেব কোনো আলেম বা আরবী ভাষাবিদ বা অনুবাদক নন। তিনি যদি কিছু সরকারী বেতনভোগী বা দরবারী আলেম দিয়ে কোরআনের অনুবাদ সংশোধন করেনও, তাহলে সে অনুবাদ সঠিক হবে তার নিশ্চয়তা নেই। সুতরাং জাতি তা মেনে নেবে না। ডিজি এতগুলি ভুল খুঁজে পেলেন কোন যোগ্যতার বলে? তিনি তার পছন্দের কিছু আলেম নিয়ে পবিত্র কোরআন ঘাঁটাঘাঁটি করবেন, আর প্রচার করছেন, এটি প্রধানমন্ত্রীর নির্দেশ। এমন প্রচারে ওলামায়ে কেরাম উদ্বিগ্ন। গতকাল এক বিবৃতিতে খেলাফত আন্দোলনের আমির মওলানা শাহ্ আহমাদুল্লাহ আশরাফ ও মহাসচিব মওলানা হাবিবুল্লা মিয়াজি এসব কথা বলেন। বিবৃতিতে তারা আরও বলেন, যারা অনুবাদে ভুল খুঁজে বেড়াচ্ছেন, তাদের উচিত ভুলগুলি চিহ্নিত করে একটি শ্বেতপত্র প্রকাশ করা। এটি দেশের হাক্কানী আলেম সমাজ দেখে সিদ্ধান্ত নেবেন যে, তাদের ধরা ভুলটি আসলে ভুল না শুদ্ধ। যদি কোনো সংশোধনের প্রয়োজন হয় তাহলে তা দেশের বড় ও প্রাচীন মাদরাসাগুলোর আলেম প্রতিনিধিরাই করবেন। এসব অতি সংবেদনশীল ধর্মীয় কাজে প্রধানমন্ত্রীর নাম ব্যবহার হচ্ছে কি না তাও ভেবে দেখার বিষয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।