বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জে মডেল থানা সাবরেজিষ্টারের অপসারণের দাবিতে কর্মবিরতী ও বিক্ষোভ মিছিল করেছে দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতি। গতকাল বৃহস্পতিবার দুপুরে মডেল থানা সাব রেজিস্ট্রার অফিসের সামনে এই বিক্ষোভ মিছিল করা হয় এবং সাব রেজিস্ট্রার এসএম শফিল বারীর অপসারনের দাবিতে তারা বিভিন্ন শ্লোগান দেয়। এসময় দলিল লেখক সমিতির সদস্যরা কর্ম বিরতিও পালন করে। কেরানীগঞ্জ দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভপতি মোঃ কামাল উদ্দিন জানান, সাব রেজিস্ট্রার এসএম শফিউল বারী প্রতিদিন দেরী করে অফিসে আসায় অফিসে রেজিষ্ট্রি করার জন্য দলিলের স্তুপ পড়ে যায়। এতে দলিল লেখক, দলিলদাতা ও দলিল গ্রহিতারা চরম ভোগান্তিতে পড়েন। গত বুধবার দুপুরে তিনি অফিসের গেটে তালামেড়ে ভিতরে দীর্ঘ সময় ১ জনের দলিল রেজিস্ট্রির কাজ করছিলেন। এসময় অফিসের বাহিরে শতাধিক লোক জমি রেজিস্ট্রি করার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল । এসময় আমি নিজেই ভিতরে প্রবেশ করতে চাইলে তিনিও আমাকে ভিতরে প্রবেশ করতে দেননি। এই নিয়ে পরে তার সাথে আমাদের অনেক বাকবিতন্ড হয় এবং আমাদের সাথে দুর্ব্যবহার করে তিনি আমাদেরকে অফিস থেকে বের করে দেন। প্রায় সময় তিনি অনেক দলিল লেখকদের সাথে খারাপ আচরন করেন। তার বিরুদ্ধে অনেক আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। এব্যাপারে সাব রেজিষ্টার এসএম শফিউল বারী জানান, আমি এজলাসে বসা থাকা অবস্থায় দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি মোঃ কামাল উদ্দিন আমাকে নানা হুমকি দমকি দেন এবং আামার সাথে খারাপ আচরন করেন। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।