Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

| প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরের হোতাপাড়া ও বোর্ডবাজার এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুরের হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কের পার্শ্বে একটি খালি ট্রাকের পিছনে ঢাকা গামী দ্রæতগতির মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এসিআই কো¤পানীর দুই কর্মকর্তাসহ ৩ জনের মৃত্যু হয়। হাইওয়ে পুলিশের এসআই আব্দুল মালেক জানান, দূর্ঘটনায় মাইক্রোবাস চালকসহ ৩জন ঘটনাস্থলেই মারা যায়। নিহতরা হলেন, গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা-চৌরাস্তা এলাকার এসিআই কো¤পানীর প্রিমিয়া প্লেক্স নামের পলিপ্যাক কারখানার প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান, ব্যবস্থাপক মো. ফরিদুল ইসলাম এবং চালক রুবেল হোসেন। এসিআই ফরমুলেশন কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. শফিকুল কবীর তাদের পরিচয় নিশ্চিত করেছেন। তারা কারখানায় যাওয়ার পথে ওই দুর্ঘটনায় পড়েন। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অপরদিকে গাজীপুরে মহাসড়ক পার হওয়ার সময় গাড়ি চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জিয়ারুল (৩৮)। তিনি জিয়ারুলের বাড়ি নীলফারীর ডিমলা থানার দক্ষিণ বানাপাড়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: অহিদুজ্জামান জানান, রাত সাড়ে ১০টার দিকে বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী লেনে একটি গাড়ি জিয়ারুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ