Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকার উপকণ্ঠে দলীয় রাজনীতিমুক্ত পরিবেশে, সুন্নতে নববীর পূর্ণ অনুসরণে আউলিয়ায়ে কেরামের অনুসৃত পথে পরিচালিত ঐতিহ্যবাহী দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসায় সোমবার দিনব্যাপী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়। প্রথমে বাদ ফজর পবিত্র কুরআন খতম, সকল শিক্ষক-শিক্ষার্থীর সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং বিকাল ৩টা থেকে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপিত হয়। মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আ.খ.ম. আবুবকর সিদ্দীক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ সূফী মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান ও এরাবিক ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান ড. মাওলানা মুস্তাফিজুর রহমান। নেতৃবৃন্দ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে অর্থবহ এবং অক্ষুণœ রাখতে শিক্ষার্থীদেরকে উচ্চ জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক বলে বলিয়ান হওয়ার আহবান জানান। সবশেষে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের রুহের মাগফেরাত এবং দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দুআ ও মুনাজাত করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ