বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রংপুর জেলা সংবাদদাতা: অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ প্রমানিত হওয়ায় রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ ড. আব্দুল লতিফ মিয়া এবং উপাধ্যাক্ষ আব্দুর রাজ্জাককে ওএসডি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে প্রেসিডেন্টের আদেশক্রমে শিক্ষা মন্ত্রনালয় থেকে পাঠানো এক চিঠিতে এই আদেশ দেয়া হয়েছে। তবে দুই পদে এখনো কাউকে দায়িত্ব দেয়া হয়নি।
কলেজ সুত্রে জানা গেছে, কলেজের অধ্যক্ষ ড. আব্দুল লতিফ মিয়া শিক্ষামন্ত্রীর ভায়রা হওয়ায় কলেজের বিভিন্ন কাজে অনিয়ম ও দূর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন। বিষয়টি ‘ওপেন সিক্রেট’ হওয়ায় গত ফেব্রুয়ারী মাসে আন্দোলনে নামেন শিক্ষক ও শিক্ষার্থীগন। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে অবরোধ করতে থাকেন। এতে করে কলেজের সকল ক্লাস পরীক্ষা বন্ধ হয়ে যায়।
এর প্রেক্ষিতে গত ১৯ ফেব্রুয়ারী শিক্ষামন্ত্রনালয় থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. আব্দুল মালেককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত টিম রংপুরে এসে তদন্ত করে অভিযোগের সত্যতা পান। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর শিক্ষা মন্ত্রনালয় অভিযুক্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার নির্দেশ দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।