Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

কালবৈশাখী ঝড়ে ১৫টি দোকানপাট, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


শিবচর (মাদারীপুর) সংবাদদাতা: কালবৈশাখী ঝড়ে মাদারীপুরের শিবচরে নদী ভাঙ্গনে আক্রান্তদের আশ্রিত এলাকার ১৫টি দোকানপাট, ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেক গাছ পালা উপড়ে পড়েছে।
জানা যায়, গতকাল মঙ্গলবার ভোররাতে উপজেলার কুতুবপুর ইউনিয়নের মল্লিককান্দি গ্রামে নদী ভাঙ্গনে আক্রান্তদের এলাকায় কালবৈশাখী ঝড় আঘাত হানে। ঝড়ে কাশেম শেখের ১ টি বসত ঘর, ফয়জল বেপারীর ১ টি বসত ঘর, সামাদ বেপারীর ১ টি বসত ঘর ও ১ টি দোকান, ইলিয়াস খার ১ টি দোকান, বাচ্চু শেখের ২ টি বসত ঘর, রাজা মিয়ার ১ টি বসত ঘর, ইয়াকুব বেপারীর ১ টি দোকান, হারুন শেখের ১ টি দোকান, সামু শেখের ১ টি বসতঘরসহ অন্তত ৫ টি দোকানঘর ও ১০ টি ঘর বাড়ি ক্ষতিগ্রস্থ হয়। তবে কোন প্রানহানির ঘটনা ঘটেনি। নদী ভাঙ্গন কবলিতরা ঝড়ে আক্রান্ত হওয়ায় ক্ষতিগ্রস্থরা চরম বিপাকে পড়েছেন। জরুরী সাহায্যর আবেদন করেছেন আক্রান্তরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ