বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরে রিকশা চালককে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদÐের আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এর ঘোষণা করেন। রায়ে একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদÐ দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত আসামির নাম শ্রী রাজবংশী (৩৮)। তিনি টাঙ্গাইলের বাসাইল থানার দাহাপাড়া এলাকার সন্তোষ রাজবংশীর ছেলে।
গাজীপুর আদালতের পরিদর্শক মোঃ রবিউল ইসলাম জানান, মানিক রাজবংশীর স্ত্রী রাধি এবং অজয় চন্দ্র দাসের স্ত্রী হিরণ রাণী দাস সম্পর্কে খালাতো বোন। তারা পরিবার নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের সাতাইশ এলাকায় ভাড়া বাসায় বসবাস করে রিকশা চালাতো। পারিবারিক কলহের জেরে ২০১৪ সালের ১২ মে সকালে অজয় চন্দ্র দাসকে বাড়ি থেকে সাতাইশ চৌরাস্তা এলাকায় ডেকে নিয়ে মানিক রাজবংশী তাকে (অজয় চন্দ্র দাসকে) হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। এসময় স্থানীয়রা হাতুড়িসহ মানিক রাজবংশীকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং গুরুত্বর আহত অজয়চন্দ্র দাসকে হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় তিনদিন পরে অজয় চন্দ্র দাস হাসপাতালে মারা যায়। এ ব্যাপারে নিহতের স্ত্রী হিরণ রাণী দাস বাদি হয়ে টঙ্গী থানায় মামলা দায়ের করেন। শুনানী ও সাক্ষগ্রহণ শেষ মঙ্গলবার আদালত এ রায় ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।