বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশেষ সংবাদদাতা: রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকরা বকেয়া বেতন ও ওভার টাইমের দাবিতে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেছেন। আনিকা অ্যাপারেলস পোশাক কারখানার শ্রমিকরা অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ সময় রাস্তা বন্ধ ছিল। স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে মিরপুর-২ এর প্রশিকা ভবনের সামনের রাস্তায় বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এক পর্যায়ে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ কারণে মিরপুর-২, শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম ও রূপনগর এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করেন প্রতি মাসেই বেতন ও ওভার টাইমের টাকার জন্য কারখানার ভেতরে আন্দোলন করতে হয়। এ মাসেও করছি। কিন্তু মালিকপক্ষ বেতন-ভাতা দিচ্ছে না। গতকাল বিকেল ৪টা পর্যন্ত অবরোধের কারণে চারপাশের রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়। যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। মিরপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, শ্রমিকদের সরাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয় দু’পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।