Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে আজ থেকে সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলা

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


বরিশাল ব্যুরো : সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত¡াবধানে জাতীয় গ্রন্থ কেন্দ্রের উদ্যোগে বরিশাল জিলা স্কুল মাঠে আজ থেকে সপ্তাহব্যাপী ‘বরিশাল বিভাগীয় বইমেলা-২০১৮’ শুরু হচ্ছে। দেশের বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিচ্ছে। আজ বিকেল ৪টা জেলা স্কুল প্রাঙ্গনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানের পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহযোগিতায় এ মেলার মূল আয়োজক বরিশালের জেলা প্রশাসন। মেলা উপলক্ষে প্রতিদিনই সংস্কতিক অনুষ্ঠান, কবিতা পাঠের আসর, বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার, ধারাবাহিক গল্প বলা এবং সৃজনশীল নবীন কবি লেখক ও সাহিত্যিক সমাবেশেরও আয়োজন করা হবে। ৩ এপ্রিল সন্ধ্যা ৬টায় সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহব্যাপী এ বই মেলার সমাপ্তি ঘটবে বলে জেলা প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ