Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার খাজা মঈন উদ্দিন চিশতির ওরশ উদযাপন

| প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ষ্টাফ রিপোর্টার : আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া, ঢাকার উদ্যোগে হযরত খাজা মঈন উদ্দিন চিশতী (রহঃ)’র পবিত্র উরশ মোবারক যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় গতকাল রবিবার উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকার মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া (কামিল) মাদ্রাসা প্রাঙ্গণে সোমবার বাদ ফজর হতে পবিত্র কোরআনসহ বিভিন্ন খতমা অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় ঢাকা আঞ্জুমানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফজলুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে খাজা বাবার জীবনালক্ষ্যের উপরে নূরানী বক্তব্য রাখেন কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া (কামিল) মাদ্রাসার প্রিন্সিপ্যাল হাফেজ কাজী আব্দুল আলীম রিজভী, ভাইস প্রিন্সিপ্যাল আলহাজ্ব মুফতী আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, মুহাদ্দিস মাওলানা জসিমউদ্দিন আল আযহারী, মুফতী মুহাম্মদ মাহমুদুল হাসান সহ বিশিষ্ট ওলামায়ে কেরামগণ। মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা আঞ্জুমানের সেক্রেটারী আলহাজ্ব মোঃ সিরাজুল হক, জয়েন্ট সেক্রেটারী ও ওরশ উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান, ট্রেজারার আলহাজ্ব শোয়েবুজ্জামান চৌধুরী, সদস্য আলহাজ্ব আব্দুল মালেক বুলবুল, শাহ্ হোসেন ইকবাল, আলহাজ্ব আলাউদ্দিন আহমেদ, আলহাজ্ব মোঃ নুরুল আমিনসহ ঢাকা আঞ্জুমানের নেতৃবৃন্দ। বাদ জোহর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ