Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

নাগরিক অধিকার আদায়ে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে -খেলাফত আন্দোলন

| প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, ইসলামী হুকুমত কায়েম করে জনগণের নাগরিক ও মৌলিক অধিকার আদায়ের শপথ নিতে হবে। সেই লক্ষ্যে খেলাফত আন্দোলনের কার্যক্রমকে আরো বেগবান করতে হবে। তিনি বলেন, ৭১ এর মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও আদর্শ হচ্ছে জুলুম-নির্যাতন, শোষণ দুর্নীতি, বৈষম্য ও বঞ্চনা থেকে মুক্তি। মানবিক মর্যাদা প্রতিষ্ঠা, সাম্য ও ন্যায়বিচার কায়েম করা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল সোমবার শরীয়তপুর জেলা খেলাফত আন্দোলনের উদ্যোগে শরীয়তপুর শহরে এক আলোচনা সভা ও জেলা কমিটির কাউন্সিল অধিবেশনে মাওলানা মুজিবুর রহমান হামিদী একথা বলেন। জেলা আহবায়ক মাওলানা খন্দকার শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঢাকাস্থ তাতীবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুশতাক আহমাদ, শরীয়তপুর উলামা পরিষদ সভাপতি মাওলানা শফিউল্লাহ খান, উসমানিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু বকর, গোসাইরহাট দারুল ঊলূমের মুহতামিম মাওলানা মুহিউদ্দীন ও কেন্দ্রীয় নেতা মুফতি আকরাম হুসাইন প্রমুখ। মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, দু:খজনক হলেও সত্য, সভায় মাওলানা খন্দকার শহীদুল্লাহকে আমীর ও শায়খুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুসকে সেক্রেটারী করে ২৩ সদস্য বিশিষ্ট খেলাফত আন্দোলন জেলা কমিটি ঘোষণা করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ