বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মহসিন রাজু, বগুড়া ব্যুরো : সরকারের ‘ঘরে ঘরে বিদ্যুৎ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনট পল্লী বিদ্যুৎ অফিসের আয়োজনে পালিত হয়েছে এক দিনের স্পট মিটারিং কর্মসূচি। গত রোববার উপজেলার ঈশ্বরঘাট গ্রামে দিনব্যাপি এই কর্মসূচির আওতায় নতুন আবেদনে ১শ’১৫টি পরিবারকে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। তবে এই বিদ্যুৎ সংযোগ পেতেই নতুন আবেদনে প্রতিটি গ্রাহককে দীর্ঘ অপেক্ষা করতে হয়। তারপরও দালালদের খপ্পরে পড়ে অতিরিক্ত ব্যয়ও করতে হয় গ্রাহকদের। সম্প্রতি স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্যের জন্য সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে এক দিনের স্পট মিটারিং কর্মসূচির উদ্যোগ নেয় ধুনট পল্লী বিদ্যুৎ অফিস। তবে ধুনট পল্লী বিদ্যুৎ অফিসের এই উদ্যোগটা এক দিনের হলেও এটা সাড়া জাগিয়েছে গ্রাহকদের মাঝে। এক দিনেই নতুন আবেদন করে ও এক দিনেই সিএমও এবং জামানত নিয়ে নতুন মিটারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। তবে পল্লী বিদ্যুৎ অফিসের এই স্পট মিটারিং কর্মসূচি যদি মাঝে মধ্যেই বিভিন্ন গ্রামে করা যায় তাহলে অনেক গ্রাহকই হয়রানি ও দালালদের থেকে রক্ষা পাবে মনে করছেন সাধারণ মানুষ। ধুনট পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম বিজয় কুন্ডু এ প্রসঙ্গে ইনকিলাবকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখেই ধুনট উপজেলার প্রতিটি গ্রাম পল্লী বিদ্যুতায়ন হচ্ছে। তবে জনবল সঙ্কটের কারণে এভাবে গ্রামে গ্রামে গিয়ে স্পট মিটারিং কর্মসূচি পালন করা সম্ভব হয় না। স্পট মিটারিং কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার খালেকুজ্জামান, ধুনট পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম বিজয় কুন্ডু, সহকারী বিলিং অফিসার উম্মে সালমা ও এলাকা পরিচালক নাজমুল হুদা মজনু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।