বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শাবি সংবাদদাতা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থী দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম মাহিদ আল সালাম। তিনি অর্থনীতি বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। চিকিৎসকের বরাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহির উদ্দীন আহমেদ গতকাল সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন। মাহিদের বাবার নাম এডভোকেট এম এ সালাম। তিনি সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকাতে বাস করতেন। ওসমানি মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা যায়, তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তার পায়ে আঘাতের জখমও রয়েছে। বর্তমানে মাহিদকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) আব্দুল ওয়াহহাব জানান, গত রবিবার রাত ১ টার দিকে একদল দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে তাকে পুলিশের গাড়িতে করে ওসমানী মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।