বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৩ নং ভাদুর ইউনিয়নে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত রহিমা বেগম প্রকাশ সুন্দুরী (৪০) নামে এক মহিলার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সুন্দুরী বেগম ভাদুর তপদার বাড়ীর বিল্লাল হোসেনের স্ত্রী। শনিবার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানাযায়, ভাদুর গ্রামের সুন্দুরী বেগম ও সদ্দারবাড়ীর পেয়ারা বেগম গংদের মধ্যে ১০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। গত সোমবার বিকেলে সুন্দুরী বেগম ওই সম্পত্তিতে ঘর করতে গেলে পেয়ারা বেগম, রুবেলসহ ৪-৫ জন এলোপাথাড়ি পিটিয়ে তাকে আহত করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। শুক্রবার রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় সে খানে তার মৃত্যু হয়।
শনিবার সকালে আত্মীয় স্বজন সুন্দরীর লাশ রামগঞ্জ থানায় নিয়ে আসলে পুলিশ জিজাসাবাদের জন্য রহমত উল্যা, রুবেল মিয়া, রুবী আক্তার, মতি বেগমসহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসে।
রামগঞ্জ থানা অফিসার ইন চার্জ তোতা মিয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আটককৃত ৪ জনকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।