বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চবি সংবাদদাতা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবসে শ্রদ্ধাঞ্জলি জানাতে আসায় ছাত্রদল নেতা কর্মীদেরকে মারধর করেছে ছাত্রলীগের একাংশ। এতে শাখা ছাত্রদলের সভাপতি খুরশিদ আলমসহ ৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকাল ৯ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পেছনে মারধরের এ ঘটনা ঘটে। মারধরকারী ছাত্রলীগের এ অংশটি চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রেজাউল হক রুবেল ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত। আহত অন্য চারজন হলেন, চবি ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ইমতিয়াজ ইকরাম, নজরুল ইসলাম ভূঁইয়া, কলা অনুষদের যুগ্ম-আহবায়ক সাব্বির আহমেদ এবং সহ-সম্পাদক নাজমুল হাসান। সূত্রে জানা যায়, স্বাধীনতা দিবস উপলক্ষে চবি স্বাধীনতা স্মৃতি ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে প্রশাসনিক ভবনের পেছনে আসলে ছাত্রলীগ নেতা কর্মীরা জয় বাংলা ¯েøাগান দিয়ে ছাত্রদল সভাপতি খুরশিদ আলমের উপর অতর্কিত হামলা করে। এসময় ছাত্রদল সভাপতি ও নাজমুল হাসানের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, স্বাধীনতার মাসে এ হামলা করার মাধ্যমে তারা শুধু ছাত্রদলকে নয় স্বাধীনতার চেতনার উপর হামলা করল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যারা এমন সন্ত্রাসী হামরা চালিয়েছে তাদের যেন দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হয়। চবি ছাত্রলীগরে সাবেক সহ-সভাপতি রেজাউল হক রুবের বলেন, শেখ হাসিনার উন্নায়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে ক্যাম্পাসে নাশকতা করতে ছাত্রদল আসে। এ সময় কর্মীরা তাদের প্রতিহত করে। এ বিষয়ে প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ঘটনা শোনার সাথে সাথে আমরা পুলিশ প্রশাসন পাঠাই এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আমরা এখনও লিখিত কোন অভিযোগ পাইনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।