Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষা করতে না পারলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে -বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী

| প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ল²ীপুর জেলা সংবাদদাতা: বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহাজাহান কামাল এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষা করতে না পারলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। বর্তমান সরকার দেশ ও মুক্তিযোদ্ধাদের উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। শুধু ভাতা নয়, অন্যান্য সুযোগ-সুবিধা বাড়িয়ে দিয়েছে। মুক্তিযোদ্ধাদের সন্তানদের বিপথে নিতে স্বাধীনতা বিরোধীরা এখনও তৎপর। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।
সোমবার দুপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ল²ীপুরে জেলা প্রশাসকের আয়োজনে কালেক্টরেট ভবন প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন,বিএনপি রাজাকারের দল। তারা স্বাধীনতা বিরোধী। জিয়াউর রহমান ক্ষমতায় গিয়ে অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে। তাদের হাতে দেশ কখনও নিরাপদ নয়।
জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: শাহজাহান, সিভিল সার্জন ডা: মোস্তফা খালেদ আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, পৌর মেয়র আবু তাহের প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ