Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

প্রতি বছরের ন্যায় এবারও বিপুল উৎসাহ, উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানসূচীর মধ্যে ছিল বাদ ফরজ শহীদদের আত্মার মাগফিরাত কামনায় খতমে কুরআন, খতমে গাউছিয়া শরীফ, মিলাদশরীফ ও দোয়া মাহফিল। এছাড়াও কর্মসূচির মধ্যে ছিল সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা, আলোকসজ্জাকরণ ও আলোচনা সভা। বিভিন্ন প্রতিষ্ঠান আর যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে।


বুয়েট
গতকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সাভার জাতীয় স্মৃতি সৌধে পুস্পার্ঘ্য অর্পণ করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডঃ সাইফুল ইসলাম। এ সময়ে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকতা ও কর্মচারীবৃন্দ।


সোনালী ব্যাংক
অর্থনৈতিক রিপোর্টার : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সোনালী ব্যাংক লিমিটেড বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে সোনালী ব্যাংক লিমিটেড এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল মকবুলের নেতৃত্বে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের পরিচালকরা, সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাকির হোসেন, মো. জাহাঙ্গীর আলম, এ কে এম সাজেদুর রহমান খান, জেনারেল ম্যানেজাররাসহ সকল স্তরের কর্মকর্তা এবং কর্মচারী উপস্থিত ছিলেন। পরে ধানমন্ডির ৩২ নং সড়কে এবং সোনালী ব্যাংক ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।


জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর নেতৃত্বে প্রো-ভিসি প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, প্রফেসর ড. মোঃ মশিউর রহমান, ট্রেজারার প্রফেসর মোঃ নোমান উর রশীদ, রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জাতীয় স্মৃতিসৌধ থেকে ফেরার পথে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।


জনতা ব্যাংক
জনতা ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লুনা সামসুদ্দোহার নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় ব্যাংকের সিইও এন্ড এমডি মো: আব্দুছ ছালাম আজাদ, ডিএমডি মো: ইসমাইল হোসেন এবং মোহাম্মদ ফখরুল আলমসহ নির্বাহী, কর্মকর্তা, কর্মচারী ও সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসা
দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় দিনভর অনুষ্ঠানমালার মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়। অনুষ্ঠান সূচির মধ্যেছিল বাদ ফজর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় খতমে কুরআন, খতমে গাউছিয়া শরীফ, মিলাদশরীফ ও দোয়া মাহফিল। সকাল ১০টায় ছাত্র-শিক্ষক ও মাদরাসা গভনির্ংবডির সমন্বয়ে অধ্যক্ষ হাফেজ কাজী আব্দুল আলিম রিজভীর সভাপতিত্বে মাদরাসা কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন গভর্নিংবডির সদস্য ও ঢাকা আঞ্জুমানে সেক্রেটারী মোঃ সিরাজুল হক, মাদরাসার উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, প্রধান মুফতি মোহাম্মদ মাহমুদুল হাসান, প্রধান মুহাদ্দিস, মুহাম্মদ মুশতাক আহমদ, মুফতি মুহাম্মদ আবু ইউছুফ, ড. মুহাম্মদ নাছির উদ্দিন, বাংলা প্রভাষক মুহাম্মদ গোলাম মোস্তফা প্রমুখ। অনুষ্ঠান পরিচলনা ছিলেন মাদ্রাসার ইসলামের ইতিহাস এর প্রভাষক মুহাম্মদ শহীদুল ইসলাম।


বিডিবিএল
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) এর ম্যানেজিং ডিরেক্টর মনজুর আহমদ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


বিএইচবিএফসি
২৬ মার্চ বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এর ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তীর নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতিসৌধে এবং ৩২ নম্বর ধানমন্ডিস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় কর্পোরেশনের মহাব্যবস্থাপক ড. দৌলতুন্নাহার খানম, মোঃ জাহিদুল হক, মোঃ আঃ হামিদ খান, অরুন কুমার চৌধুরী, চানু গোপাল ঘোষ ও মোঃ আতিকুল ইসলামসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজিবি
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতি বছরের ন্যায় এবারও বিপুল উৎসাহ, উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে। সূর্যোদয়ের সময় সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পুষ্প¯ত্মবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজিবি ভারপ্রাপ্ত মহাপরিচালক ও উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সকাল ৬.২০ ঘটিকায় বিজিবি’র ইউনিটসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭.৩০ ঘটিকায় ভারপ্রাপ্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনিছুর রহমান, বিজিবিএম, এনডিসি ঢাকায় কর্মরত বিজিবি’র সকল অফিসার, বিজিবিতে কর্মরত সকল মুক্তিযোদ্ধা, জুনিয়র কর্মকর্তা এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দের অংশগ্রহণে ঢাকার পিলখানাস্থ স্মৃতিসৌধ ‘সীমান্ত গৌরব’- এ পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় বিজিবি’র একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে।
দিবসের অন্যান্য কর্মসূচীর মধ্যে ফজরের নামাজের পর পিলখানাস্থ কেন্দ্রীয় জামে মসজিদসহ বিজিবি’র সকল ইউনিট মসজিদে জাতির শান্তি ও সমৃদ্ধি, মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার শান্তি এবং বিজিবি’র উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজিবি’র অডিটরিয়ামসমূহে বিজিবি সদস্য ও তাদের পরিবারবর্গ এবং বিজিবি স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, বিজিবি’র সকল ইউনিটে ‘‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলার সীমান্ত রাখব মুক্ত’’ বিষয়ের উপর রচনা প্রতিযোগিতার আয়োজন এবং সন্ধ্যার পর পিলখানাস্থ গুরুত্বপূর্ণ অফিস ভবন ও গেইটসমূহে আলোকসজ্জা করা হয়।


ইসলামী ব্যাংক
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ২৬ মার্চ সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে। ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান ড. মোঃ জিল্লুর রহমান, পরিচালক মোঃ জয়নাল আবেদীন ও প্রফেসর ড. কাজী শহীদুল আলম এবং ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলমের নেতৃত্বে ব্যাংকের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মোহন মিয়া, আবু রেজা মো. ইয়াহিয়া এবং তাহের আহমেদ চৌধুরীসহ ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাধীনতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ