প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: এ সময়ের উদীয়মান সঙ্গীতশিল্পী শারমিন সুলতানা উপমা। ছোটবেলা থেকেই উপমা সংগীতচর্চা করছেন। হাতেখড়ি হাফিজ উদ্দিন হীরার কাছে। তিন বছরের কোর্স করেন নজরুল একাডেমি থেকে। এছাড়া শিল্পকলা একাডেমি থেকেও প্রশিক্ষণ নিয়েছেন। নজরুল, আধুনিক, পুরোনো দিনের গান পরিবেশনে পারদর্শী উপমা। তালিকাভুক্ত হয়েছেন বাংলাদেশ বেতারে। প্রথম একক অ্যালবাম প্রকাশ করেন ২০১৪ সালে। পাশাপাশি ১০টির মত মিক্সড অ্যালবামেও কণ্ঠ দিয়েছেন। প্রথম প্লেব্যাক করেন ২০১৩ সালে। অল্পসময়ে নিজের একটি অবস্থান তৈরিতে সক্ষম হয়েছেন। দেশের বিভিন্ন জায়গায় স্টেজ শো-এর পাশাপাশি নিয়মিত টেলিভিশন চ্যানেলগুলোতে লাইভ শোতে অংশগ্রহণ করছেন। স¤প্রতি প্রকাশিথ হয়েছে তার প্রথম একক অ্যালবাম বেলাল খান ফিচারিং ‘তোমার অভাব’। অ্যালবামটি লেজার ভিশন থেকে রিলিজ হয়েছে। অ্যালবামটিতে মোট চারটি গান রয়েছে। গীতিকার রবিউল ইসলাম জীবন ও সোমেশ্বর অলির কথায়, বেলাল খানের সুরে অ্যালবামটির সঙ্গীতায়োজন করেছেন জে.কে মজলিশ ও এম এ রহমান। একটি গানে উপমার সাথে কন্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী বেলাল খান। উপমার লক্ষ্য, একজন স্বনামধন্য কন্ঠশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।