Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সান্তাহারে কুঁচিয়া ও কাঁকড়া চাষের ওপর প্রশিক্ষণ

| প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়ার সান্তাহার প্লাবণ ভুমি উপকেন্দ্রের উদ্দ্যোগে তিন দিন ব্যাপি কুঁচিয়া মাছের পোনা লালন পালন ও খাদ্য ব্যাবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মসুচী অনুষ্ঠিত হয়। রোববার বেলা ১০ টায় স্থানীয় প্লবণভুমির সেমিনার কক্ষে এ অনুষ্টানের উদ্বোধন হয়। এ প্রশিক্ষণ কর্মসুচিতে দেশের নির্বাচিত এলাকায় কুঁচিয়া ও কাঁকড়া চাষ এবং গবেসনা প্রকল্পর উপর আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়। এতে এলাকার প্রয ২৫ জন মৎস্য চাষী অংশগ্রহন করে। প্রশিক্ষণ কর্মসুচিতে উপস্থিতি ছিলেন, সান্তাহার প্লবণভুমি উপকেন্দ্রের মৎস্য গবেষক ড.ডেভিড রেন্টু দাস,সান্তাহার প্লবণভুমি উপকেন্দ্রের মৎস্য বৈজ্ঞানিক কর্মকর্তা সোনিয়া শরমীন, আদমদীঘি উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবর রহমানসহ প্রমূখ। গত সোমবার এ কর্মসুচির সমপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ