Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চুনারুঘাটে বৃদ্ধা মহিলাকে কুপিয়ে জখম

| প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

চুনারুঘাট (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে এক বৃদ্ধা মহিলাকে রামদা দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে কুখ্যাত নজির বাহিনী। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ৯নং রাণীগাঁও ইউনিয়নের জীবধরছড়া গ্রামের মৃত আব্দুল নবীর স্ত্রী আল নেছা (১১৫) এর ধান্য জমির সীমানা কাটতে শুরু করে একই গ্রামের নজির বাহিনীর প্রধান শফিক আলী ও তার ছেলে শাকির মিয়া। এ সময় বৃদ্ধা আল নেছা বাধা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে শফিক আলী ও শাকির মিয়া রামদা দিয়ে কুপিয়ে ওই মহিলাকে ক্ষতবিক্ষত করে। পরে গুরুতর আহত অবস্থায় বৃদ্ধা আল নেছাকে চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চুনারুঘাটে ইউপি চেয়ারম্যানের মায়ের ইন্তেকাল
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৮নং সাটিয়াজুরী ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রশিদ মাস্টারের মাতা মোছাঃ হামিদা খাতুন (৮৫) বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি রবিবার সন্ধ্যা ৭টায় সিলেটের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোমবার সকাল সাড়ে ১২টায় তার নিজ গ্রাম হানাগড়ি শাহী ঈদগাঁ ময়দানে তার নামাযের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। জানাযার নামাযে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের এমপি এডভোকেট মাহবুব আলী, উপজেলা চেয়ারম্যান আবু তাহের, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্করসহ শত শত মুসল্লী। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ