Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বালাগঞ্জে ডাকাতসহ ৩টি পাইপগান গুলিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার

| প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবদদাতা : ওসমানীননর, নবীগঞ্জ থানার সহযোগিতায় বালাগঞ্জ থানা পুলিশ ৩ টি পাইপগান, ৪রাউন্ড গুলি মোবাইল ও ডাকাতির সরঞ্জামসহ এক ডাকাতকে আটক করেছে। জানা যায়, গত রোববার বালাগঞ্জ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে নবীগঞ্জ থানার পারপুল থেকে মৃত সঞ্জব উল্ল্যার পুত্র মোঃ আফাজ মিয়া (২১) কে গ্রেফতার করেছে। আটকৃত ডাকাতকে ২৫ মার্চ বালাগঞ্জ থানায় নিয়ে আসেন। এসময় তার কাছ থেকে ৩ টি পাইপগান, ৪ রাউন্ড গুলি, মোবাইল, ডাকাতির কাজে ব্যবহার্য্য সরঞ্জাম ও মুখোশ উদ্বার করেছে। অবৈধ অশ্র রাখার অপরাধে আসামির বিরুদ্ধে বালাগঞ্জ থানার এস আই মো : মহিবুর রহমান বাদি হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। অভিযানে নেতৃত্ব দেন এস আই অপু দাশ গুপ্ত ও এসআই মো রহমান অভিযান। বালাগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ আবুল বাশার বদরুজ্জামান ঘটনার সত্যতার স্বীকার করে বলেন, তাকে বালাগঞ্জ থানায় দুটি ডাকাতি মামলা ও নবীগঞ্জে একটি অস্ত্র মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ