Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্মৃতিসৌধে লাখো জনতার ঢল নামবে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

সেলিম আহমেদ, সাভার থেকে : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির সূর্য সন্তানদের প্রতি বিন¤্র শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে লাখো জনতার ঢল নামবে। বীর শহীদদের শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা আর সৌন্দর্যবর্ধনসহ সব ধরনের প্রস্তুতি শেষ করেছে কতৃর্পক্ষ। স্মৃতিসৌধ প্রাঙ্গণে নিñিদ্র নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে গতকাল রোববার পর্যন্ত বন্ধ রাখা হয়েছে সাধারণ মানুষের প্রবেশ। আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের বিভিন্ন স্থান ও ফুলের টবগুলো রং তুলির আচড়ে রাঙ্গানো হয়েছে নানান সাজে। ধোঁয়া-মোছাসহ সবধরনের কাজ সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে ১৮ মার্চ থেকে স্মৃতিসৌধে প্রাঙ্গণে বন্ধ রাখা হয়েছে জনসাধারণের প্রবেশ। স্মৃতিসৌধের সৌন্দর্য বাড়াতে এবার হাতে নেওয়া হয়েছে বাড়তি সাজসজ্জার কাজ। শহীদদের কবর, স্মৃতিসৌধের মূল বেদীসহ প্রতিটি রাস্তায় করা হয়েছে কয়েক দফা রংতুলির কাজ। সুইমিং পুলটি নতুন করে পরিষ্কার পনি দিয়ে ভরার পাশাপাশি বিলের পানি চুন দিয়ে পরিস্কার করা হয়েছে। এছাড়া শোভা বর্ধনের জন্য পুরো স্মৃতিসৌধকে আলোকমালায় সাজানো হয়েছে। স্মৃতিসৌধের সার্বিক কার্য্ক্রম পর্যবেক্ষনের লক্ষ্যে এবারও বিভিন্ন গুরুত্বপূণ্র্ পয়েন্টে বসানো হয়েছে ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরা। গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান বলেন, দিবসটি উপলক্ষে গণপূর্ত বিভাগের পক্ষ থেকে সৌধ প্রাঙ্গণকে এক নতুন রুপে সাজানো হয়েছে। প্রতিবারের ন্যায় এবারও আইন-শৃঙ্খলা বাহিনীর তিনটি সু-সজ্জিত চৌকস দল স্মৃতিসৌধে রাষ্ট্রীয় সম্মান জানানোর মহড়া শেষ করেছে। ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ