Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

মাদারীপুরে অজ্ঞান করে সর্বস্ব লুট

পরিচয় না জেনে ঘরভাড়া দেয়ার খেসারত

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : ভাড়াটিয়ার পরিচয় সঠিক ভাবে না পেয়ে বাড়ি ভাড়া দেয়ায় মাদারীপুরের শহরতলীতে এক বাড়িতে ভাড়াটিয়া পরিচয়দানকারী দুর্বৃত্তরা বাড়ির টাকা পয়সাসহ সবর্স্ব লুটে নিয়েছে। এমন ঘটনাই ঘটেছে গত শনিবার রাতে সদর উপজেলার পশ্চিম খাগদী চরমুগরিয়া কলেজ সংলগ্ন নান্নু মাস্টারের বাড়িতে। জানা যায়, গত ১০ মার্চ বরিশালের শরলিয়া গ্রামের বাসিন্দা সেজে জনৈক শহিদুল ইসলাম ও স্ত্রী দাবীকারী সপ্না নামে এক মহিলা নান্নু মাস্টারের বাড়ি ভাড়া নেয়। তখন নান্নু মাস্টারের স্ত্রী তাদের পরিচয়পত্র দেখাতে বললে ২দিনের মধ্যে দেখাবে বলে ঘরে ওঠে। শহিদুল পরিচয়দানকারী ব্যক্তি নিজেকে পেশায় ট্রাক চালক বলে জানায়। বাড়ি মালিক তাবলিগ জামাতে ভোলা অবস্থান করায় ভাড়াটিয়া শহিদুল ও তার স্ত্রী বাড়িমালিকের স্ত্রী ও মেয়ের সাথে সখ্যতা গড়ে তোলে ঘরের খাবার পানির ও খাবারে মধ্যে চেতনানাশক ওষুধ মিশিয়ে দিলে তারা অজ্ঞান হয়ে পড়লে গভীর রাতে শহীদুল ও তার স্ত্রী ওই বাড়ি হইতে নগদ ৩ লাখ ৪৪ হাজার টাকা, প্রায় ২৪ ভড়ি স্বর্নালংকার একটি ল্যাপটপ, ২টি এন্ড্রয়িট মোবাইল ফোন নিয়ে শনিবার রাতের আধারে চম্পট দেয়। অজ্ঞান হয়ে পড়া মা মেয়ে কে মাদারীপুর সদর নেয়ার পর চিকিৎসা শেষে জ্ঞান ফিরে আসে। এ ঘটনা চরমুগরিয়া পুলিশ ফাড়ীর ইনচার্জকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরদর্শন করেছে আইনগত ব্যবস্থা নেয়ার আশ^াস দেয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ