বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভালুকা(ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা: ভালুকা উপজেলার মাস্টারবাড়ী এলাকায় গতকাল রাতে একটি ৬তলা ভবনের তিন তলায় গ্যাস বিস্ফোরনে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। আহতকদের ঢাকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। বিস্ফোরনের ভবনের দুই পাশের দেয়াল ধসে পড়ে। জানালার গ্রিল ও গøাস ভেঙে চার পাশে প্রায় একশত ফুট দুরে ছিটকে পড়ে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ জানান, ওই ভবনের ৩ তলায় খুলনার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের চারজন শিক্ষার্থী তৌহিদুল ইসলাম তপু,শাহীন বাসা ভাড়া নিয়ে স্কয়ার ফ্যাশন লিমিটেড এ ইর্ন্টানি করত। ঘটনার রাতে তাদের রুমে গ্যাস বিস্ফোরিত হয়ে বিকট শব্দে ভবন তছনছ হয়ে যায়। খবর পেয়ে প্রথমে ফায়ার সাভির্স উপস্থিত হয়ে ওই রুমে পানি দিতে গিয়ে একটি লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ বোমা বিস্ফোরন ঘটেছে মনে করে বাড়িটি চারদিক ঘেরাও করে রাখে।
সৈয়দ নুরুল ইসলাম এসপি ময়মনসিংহ, রাত ২টার দিকে ঘটনাস্থলে এসে পুুরো ভবন পরিদর্শন করেন। পুলিশ সুপার সাংবাদিকদের কাছে ঘটনাটি বর্ননা করেন এটি বোমা নয় লক্ষণ বুঝে মনে হয়েছে গ্যাস বিস্ফোরিত হয়েছে । শিক্ষার্থীদের সাথে কোন জঙ্গি সংগঠনের যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। বোমা নিষ্ক্রীয় দল পরীক্ষা করে বলতে পারবে গ্যাস না বোমার বিস্ফোরন ঘটেছে। সকালে ঢাকা থেকে বোমা নিষ্ক্রীয় দল এসে অভিযান চালিয়ে তৌহিদুল ইসলাম তপুর লাশ উদ্ধার করে। নিহতের ও আহতদের শরীর ঝলসে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।