Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

 

বেনাপোল অফিস : যশোরের শার্শা উপজেলার হাড়িখালি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় গতকাল রোববার বিকেলে নসিমন চালকসহ ৩ জন নিহত ও ৭ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া জানান, উপজেলার বাড়আঁচড়াগামী বগুড়া-ট ১১-১৪৯২ পণ্য বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হাড়িখালি মোড়ে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী নসিমনকে ধাক্কা দিলে চালক, যাত্রী ও পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বুরুজবাগান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় নসিমন চালক বাগআঁচড়ার আব্দুল ওহাবের ছেলে নজরুল ইসলাম (৫৫) , নাভারনের আব্দুল হোসেনের ছেলে আলম (৩৪) ও বেনাপোলের ছোট আঁচড়া গ্রামের লিটনের স্ত্রী রোকসানা (২৫) মারা যায়। শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: শুভ্রা রানী দেবনাথ জানান, আহতদের মধ্যে ৭’জনের অবস্থা আশঙ্কাজনক।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ