Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ফেনসিডিলসহ ২ প্রাইভেট কার আরোহী গ্রেফতার

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

 

চট্টগ্রাম ব্যুরো : র‌্যাব-৭ চট্টগ্রামের অভিযানে এক হাজার ৬৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার হয়েছে দুই প্রাইভেট কার আরোহী। শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলো মোঃ আইয়ুব আলী (৩৫) ও মোঃ মেহের আলী (২৩)। তাদের দু’জনের বাড়ি বগুড়ায়। র‌্যাব জানায়, প্রাইভেট কারযোগে (ঢাকা মেট্টো-গ-১১-৩২৯০) মাদক নিয়ে পাচারকারীরা মহাসড়ক অতিক্রম করছে এমন খবর পেয়ে র‌্যাব অভিযান চালায়।
র‌্যাব কর্মকর্তা স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে র‌্যাবের টিম উক্ত প্রাইভেটকারটি সনাক্ত করে পিছু ধাওয়া করে। একপর্যায়ে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন গাজীপুর (চান্দনা) চৌরাস্তা মোড়স্থ ঈদগাহ মার্কেটের সামনে প্রাইভেট কারটি আটক করা হয়। সেখান থেকে ১ হাজার ৬৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা জানায়, কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত পথে আসা ফেনসিডিলের চালান নিয়ে চট্টগ্রাম আসছিল তারা। র‌্যাবের ধাওয়ায় তারা মহাসড়ক হয়ে গাজীপুরের দিকে চলে যায়। গত বছরের প্রথম দিন থেকে গতকাল পর্যন্ত র‌্যাবের অভিযানে ৩৮ হাজার ২৮১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ