Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে চোরাই ১০টি মোবাইলসহ যুবক গ্রেফতার

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীর পাঁচলাইশ থানার বাদুরতলার একটি বাসায় অভিযান চালিয়ে ১০টি চোরাই মোবাইলসহ এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার গভীর রাতে বাদুরতলা সুলতান আহম্মদের বাড়িতে অভিযান চালিয়ে মোঃ আইয়ুব হোসেনকে (২৬) গ্রেফতার করে ডিবি। পরে তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১০টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আইয়ুব জানায়, নগরীর স্টেশন রোড ও রেয়াজুদ্দিন বাজার থেকে চোরাই এসব মোবাইল ফোন কমদামে কিনে নিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে বেশিদামে বিক্রি করত সে। দীর্ঘদিন থেকে এ ব্যবসা করে আসছে পটিয়া শিকলবাহা কলেজ বাজারের সামছুল আলমের পুত্র আইয়ুব হোসেন। পুলিশ জানায়, চুরি ও ছিনতাই করার পর একটি সংঘবদ্ধ চক্র এসব মোবাইল ফোনের আইএমইআই নম্বর পাল্টে ফেলে। পরবর্তীতে বেশিদামে এসব মোবাইল বিক্রি করা হয়। উদ্ধারকৃত ১০টি মোবাইলের প্রকৃত মালিকদের ডিবি পুলিশের সাথে যোগাযোগ করার অনুরোধ করেছেন সিনিয়র সহকারী কমিশনার আসিফ মহিউদ্দীন। তিনি বলেন, প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সাপেক্ষে এসব মোবাইল প্রকৃত মালিকদের বুঝিয়ে দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ