বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : র্যাব-৭ চট্টগ্রামের অভিযানে কক্সবাজার জেলার উখিয়া থানার মাছকারিয়া আদর্শ গ্রাম থেকে ১১টি আগ্নেয়াস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো ওই এলাকার ফলিয়াপাড়ার মোঃ আব্দুস সালামের পুত্র মোঃ জসিম উদ্দিন (৩০), মধুরছড়ার মৃত আবুল কাশেমের পুত্র মোঃ আনোয়ার হোসেন (২৮) ও ফলিয়াপাড়া গ্রামের আবু সামার পুত্র মোঃ নুরুল বশর (৩০)। র্যাব জানায়, কতিপয় অস্ত্রধারী সেখানে অবস্থান করছে খবর পেয়ে গতকাল (রোববার) ভোরে র্যাব অভিযান চালায়। পরে তাদের কাছ থেকে ১০টি ওয়ান শুটার গান, ১টি এসবিবিএল, ৩ রাউন্ড গুলি, ৩টি রামদা, ১টি কিরিচ ও ৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। র্যাব-৭ চট্টগ্রামের অভিযানে গত বছরের পহেলা জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ৪১৩টি আগ্নেয়াস্ত্র, ৫২টি ম্যাগজিন এবং ৫ হাজার ৬৫৭ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।