Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিটি শিশুকে সুস্থ ও সবলভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের মেয়র বুলবুল

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


রাজশাহী ব্যুরো : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেছেন, রাজশাহী মহানগরীকে হেলদি সিটি রূপে গড়ে তুলতে প্রতিটি শিশুকে সুস্থ ও সবলভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের। শিশুদের রোগমুক্ত রূপে গড়ে তুলতে তাঁদের স্বাস্থ্য সচেতনভাবে গড়ে তুলতে হবে। এজন্য অভিভাবকসহ শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। ফাইলোরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় আগামী ১-৭ এপ্রিল ২০১৮ রাজশাহী মহানগরীতে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পালন করবে রাজশাহী সিটি কর্পোরেশন। গতকাল সকালে নগরভবন জিআইজেড সভা কক্ষে এ উপলক্ষে এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।
তিনি বলেন, একটি শিশুও যেন কৃমিনাশক ট্যাবলেট খাওয়া থেকে বাদ না পড়ে সেজন্য সংশ্লিষ্ট সকলকে আরও বেশি দায়িত্বশীল হবার পরামর্শ দেন তিনি। কুসংস্কার থেকে বেরিয়ে এসে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর বিষয়ে শিশুদের সাহস দিয়ে এ বিষয়ে সকলকে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানান তিনি। তিনি বলেন, শিশুদের স্বাস্থ্য রক্ষায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় বিনামূল্যের এ ট্যাবলেটটির গুরুত্ব অপরিসীম। এ ট্যাবলেটটির কোন পার্শ্ব প্রতিক্রিয়া নাই। সেই সাথে প্রেসক্রিপশন ছাড়া কোন ঔষুধ সেবন ও বিক্রয় থেকে বিরত থাকার পরামর্শ দেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন পরিচালক স্বাস্থ্য কার্যালয়ের উপ-পরিচালক ডা: গোপেন্দ্রনাথ আচার্য, ভারপ্রাপ্ত সিভিল সার্জন রাজশাহী ডা: মোহা. এনামুল হক, সমাজসেবা রাজশাহীর উপ-পরিচালক মোঃ রাশেদুল কবীর, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার বোয়ালিয়া রাজশাহীর মোঃ জাহিদ হাসান।
সভায় স্বাগত বক্তব্য ও এ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন তেরখাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লিয়াকত কাদির, দড়িখরবোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঞ্জুমান আরা, পিএইচটি সেন্টারের প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ, তিলোত্তমা রাজশাহীর প্রকল্প পরিচালক মোঃ আবজালুর রশীদ পলাশ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ