Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে চলন্ত বাসে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় ৩ ধর্ষক গ্রেফতার

প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১২:৫৪ পিএম, ২ এপ্রিল, ২০১৬

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : টাঙ্গাইলে চলন্ত বাসে গণধর্ষণের ঘটনায় তিন ধর্ষককে গ্রেফতার করেছে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ধর্ষিতার স্বামী বাদি হয়ে ধনবাড়ি থানায় ৯জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। ভোররাতে গোয়েন্দা পুলিশের সহয়তায় ধনবাড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে ধনবাড়ি থেকে ঘটনার সাথে জড়িত বাসের চালক হাবিবুর রহমান নয়ন, সুপারভাইজার রেজাউল করিম জুয়েল ও হেলপার আব্দুল খালেক ভুট্রুকে ধনবাড়ি সদর থেকে গ্রেফতার করে। পুলিশ বাসটিও আটক করে।

ধর্ষিতার স্বামী (বখতিয়ার) জানান, তার স্ত্রী গত বৃহস্পতিবার (৩১ মার্চ) গাজীপুর থেকে তার খালার বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী দত্তপাড়া বেড়াতে যায়। পরে গত শুক্রবার ভোরে গাজীপুরের উদ্দেশ্যে যাওয়ার জন্য ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে বিনিময় পরিবহনের একটি বাসে ওঠেন। এসময় বাসটির চালক ও চার স্টাফ তাকে একাই নিয়ে রওনা হয়। পরে বাসটি গন্তব্যে না গিয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের দিকে যেতে থাকে। এতে গৃহবধূ জিজ্ঞেস করলে বাসের স্টাফরা তাকে মারধর ও সব জানালা-গেট বন্ধ করে দিয়ে তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে একে একে বাসের চালকসহ তিনজন তাকে গণধর্ষণ করে বাস থেকে নামিয়ে দিয়ে চলে যায়। খবর পেয়ে স্বামী তার স্ত্রীকে উদ্ধার দুপুরে এ ঘটনার বিচারের দাবীতে টাঙ্গাইল শ্রমিক সংগঠনের কার্যালয়ে গেলে সেখানে ধর্ষকরা সবাই উপস্থিত ছিল। এ ঘটনার মীমাংসা করার জন্য ৬ এপ্রিল দিন ঠিক করে শ্রমিক নেতারা। পরে স্বামী গৃহবধূকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

এ বিষয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. রেহেনা পারভীন শনিবার সকালে জানান, গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রিপোর্ট আজকেই পাওয়া যাবে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর জানান, এ ঘটনায় ৯জনকে আসামী করে মামলা হয়েছে। ধর্ষণের সাথে সরাসরি জড়িত তিনজনকেই গ্রেফতার করা হয়েছে। তাদের সহযোগীদেরও গ্রেফতারের প্রস্তুতি চলছে।
ধর্ষণের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত তিনজন শ্রমিককেই টাঙ্গাইল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন থেকে বহিস্কার করা হয়েছে বলে জানান জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর লুৎফর রহমান লালজু।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ