Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশেষ নাটক তোমার ভয় নেই মা

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হায়দার আনোয়ার খান জুনো-এর গল্প, মনিরুল ইসলাম রুবেল-এর চিত্রনাট্য এবং সাইদুর রহমান রাসেল-এর পরিচালনায় বিশেষ নাটক ‘তোমার ভয় নেই মা’ বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ০৯টা ০৫মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন রওনক হাসান, শবনম ফারিয়া, রাশেদ মামুন অপু প্রমুখ। বিশ্ববিদ্যালয় পড়–য়া দ্বীপ মুক্তিযোদ্ধা নজরুলকে নিয়ে প্রামাণ্যচিত্র নির্মানের উদ্যোগ নেয়। নজরুলের বাড়ীতে উপস্থিত হয় দ্বীপ ও তার সঙ্গীরা। নজরুল স্মৃতিচারণ করে, নজরুল তার পাশের বাড়ীর মেয়ে লতাকে ভালোবাসে। একই গ্রামের হেদায়েত লতাকে ডিস্টার্ব করে। একদিন হেদায়েতকে অপমান করে নজরুল। কিছুদিন পর মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়। নজরুল যুদ্ধে চলে যায়। মুক্তিযুদ্ধ চলাকালীন একরাতে নজরুল অস্ত্রসহ লতার সাথে দেখা করতে আসে। হেদায়েত নজরুলকে দেখতে পেয়ে পাকবাহিনীকে খবর দেয়। পাকবাহিনী এসে নজরুলকে ধরে ফেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ