Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘নাগরিক স্বাস্থ্যের ওপর বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব’-শীর্ষক গবেষণা প্রতিবেদন

প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

যানজটমুক্ত, পরিবেশবান্ধব, দূষণমুক্ত, কাক্সিক্ষত ও স্বপ্নের ঢাকা মহানগর গড়ার লক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটির আরবান ল্যাব ইতোমধ্যে বিভিন্ন বিষয়ের ওপর গবেষণা কর্ম সম্পন্ন করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) যৌথ আয়োজনে ‘নাগরিক স্বাস্থ্যের ওপর বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব’-শীর্ষক আর একটি গবেষণা প্রতিবেদনের ফলাফল গত ৩১ মার্চ উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেন, বায়ুদূষণে ঢাকার প্রতি চারজনের একজন শিশু ফুসফুসে আক্রান্ত। পরিবেশের উন্নতি না হলে আগামীতে এসংখ্যা আরও বেড়ে যাবে।’ অনুষ্ঠানে গবেষণা ফলাফল উপস্থাপন করেন, ঢাকা শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. রুহুল আমিন। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি হাসপাতালের শিশু বিশেষজ্ঞ, সিটি কর্পোরেশনের কর্মকর্তাগণ, বিইউর বোর্ড অব ট্রাস্টিজ সদস্যগণ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। স বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘নাগরিক স্বাস্থ্যের ওপর বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব’-শীর্ষক গবেষণা প্রতিবেদন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ