Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হরিণাকুন্ডুতে কৃষক হত্যায় দুই জনের যাবজ্জীবন

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের হরিনাকুন্ডুর চাঞ্চল্যকর কৃষক আব্দুর রশিদ (২৯) হত্যা মামলায় আসামী মো: নান্নু মিয়া ও মোঃ শাহিন নামে দুই আসামিকে ঝিনাইদহের একটি গতকাল রোববার আদালত যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে। দন্ডপ্রাপ্ত নান্নুর বাড়ি একই উপজেলার আদর্শআন্দুলিয়া গ্রামে। অন্যদিকে শাহিন হরিণাকুন্ডুর গোপিনাথপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। রোববার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালতের বিরাচক মোঃ গোলাম আযম এই রায় ঘোষনা করেন। অভিযোগ প্রমানিত না হওয়ায় মামলার অপর দুই আসামি মফিজুল ও কামালকে খালাস প্রদান করেন। জানা গেছে, ২০১২ সালের ১৯ মে ভোরে হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের সুড়া গ্রামের জাহের আলী মন্ডলের ছেলে আব্দুর রশিদকে সন্ত্রাসীরা ১০ লাখ টাকার মুক্তিপণের দাবীতে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। অপহরণের খবরটি পুলিশকে জানালে ঘটনার দিন রাত ১১টার দিকে আদর্শআন্দুলিয়া গ্রামের একটি সেফটি ট্যাংক থেকে কৃষক আব্দুর রশিদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহর ভাই আব্দুল গনি মোল্লা হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ