রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লা উত্তর সংবাদদাতা : কুমিল্লার তিতাস উপজেলা আওয়ামী লীগ নেতা হাজি মোহাম্মদ মনির হোসেনকে (৫০) একদল সন্ত্রাসী গুলি করে হত্যা করেছে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাত সোয়া ৯টার দিকে মনির উপজেলার তার ভাটিপাড়া গ্রামের নিজ বাড়ির পাশের প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় বসা ছিল। এসময় কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে রিভলবার থেকে ৫রাউন্ড গুলি ছুরলে ২টি গুলি বুকে বিদ্ধ হয় আর বাকি ৩টি গুলি পায়ে বিদ্ধ হয়েছে। গুলির আওয়াজে পাশবর্তী লোকজন বের হয়ে দেখে মনির মাটিতে পড়ে আছে। সন্ত্রাসীরা গুলি করেই ঘটনাস্থল থেকে দ্রæত সটকে পড়েছে। পরে লোকজন আহত মনিরকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেকেè নিলে কর্তব্যরত ডাক্তার আশঙ্কাজনক অবস্থায় ঢাকা প্রেরন করলে পথিমধ্যে গৌরীপুরে পৌছলে মনির মারা যায়। ধারনা করা হচ্ছে সন্ত্রাসীরা খুব কাছ থেকে মনিরকে গুলি করেছে। মনিরের মৃত্যুর খবর এলাকায় জানাজানি হলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। রাতেই নিহত মনিরের লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এনিয়ে গত ৯বছরে তিতাসে স্থানীয় আওয়ামী লীগের ১০জনেরও অধিক নেতাকর্মী খুনের শিকার হলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।