রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুর কলেজ গণহত্যা দিবস পালন করেছে। এ উপলক্ষে গতকাল রোববার বেলা ১১টায় দৌলতপুর কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. আজিজুল হক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার আমিরুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাজেদা খাতুন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ও শিক্ষক প্রতিনিধি নুরুল ইসলাম ও ছাত্রনেতা সাদ্দাম হোসেন। উপস্থিত ছিলেন, ফিলিপনগর পিএম কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান। আলোচনা সভা সঞ্চালন করেন প্রভাষক শরীফুল ইসলাম। গণহত্যা দিবসের আলোচনা সভায় ১৯৭১ সালে ২৫ মার্চ কালরাত্রির ভয়াল সেই দিনের কথা তুলে ধরেন অতিথিবৃন্দ। আলোচনা শেষে গণহত্যা দিবসের ওপর নির্মিত একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।