Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাঘব হবে লাখো মানুষের দুঃখ-দুর্দশা

সান্তাহারের সান্দিড়া-বোদলা খেয়াঘাটে ব্রিজ নির্মাণের দাবি

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


আদমদীঘি (বগুড়া) থেকে মো: মনসুর আলী : বগুড়ার আদমদীঘি উপজেলা সদর-সান্তাহার জংশন শহর ও পার্শ্ববর্তী নওগাঁ জেলা শহরের সাথে নওগাঁর রাণীনগর উপজেলার পূর্বঞ্চলের ২৫ গ্রামের প্রায় লাখো মানুষের সহজ যোগাযোগ ব্যবস্থার জন্য সান্তাহারের রক্তদহ বিলের সান্দিড়া-বোদলা খেয়াঘাটে একটি ব্রীজ করা হলেই এ অঞ্চলের মানুষেন দুঃখ-দূর্দশা থেকে মুক্তিপাবে এবং ব্যাবসা ব্যাণিজ্যের ক্ষেত্রেও খুলে যাবে ভাগ্যের দুয়ার। কমে যাবে তাদের ২৫ কিলোমিটার রাস্তা। সহজ হবে সর্বসাধারণের যাতায়াত ব্যবস্থা। জানা যায়, প্রতিদিন রক্তদহ বিল পারের ২৫-৩০ গ্রামসহ এর আশপাশ এলাকার প্রায় লাখো মানুষ শত শত বছর ধরে সাধারণ নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হয়ে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসাসহ দৈনন্দিন জীবনের নানা চাহিদা মেটানোর জন্য নওগাঁ জেলা সদর, বগুড়ার সান্তাহার জংশন শহর, রাজশাহী ও রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য শহরের সাথে একমাত্র যোগাযোগ ব্যাবস্থা এই খেয়াঘাট। বর্ষা মৌসুম শরু হলেই ভুক্তভোগিদের মাঝে নেমে আসে দূর্ভোগ দূর্দশা। ফলে সময়মত গন্তত্যব্য স্থানে পৌঁছাতে পারেনা কেহ। এতে প্রাণহানীর ঘটনা ও ঘটে। খড়া মৌসুম থাকে হাটুপানি, তখন নৌকা চলে না। এ অবস্থা থেকে উত্তরণের জন্য ভুক্তভুগিরা স্থানীয় এমপি ও মন্ত্রীদের দ্বারস্থ হয়েও কোনো ফল পাচ্ছেনা। নির্বাচন এলেই এলাকার চেয়ারম্যান ও এমপি প্রার্থীরা উক্ত খেয়াঘাটে ব্রীজ করার প্রতিশ্রতি দেন এবং পরক্ষণেই প্রতিশ্রæতি বাস্তবায়ন করে না কেহ। এ বিষয়ে রানীনগর উপজেলা ইঞ্জিনিয়ার সাইফুল মিয়ার সাথে কথা বললে তিনি বলেন ব্রীজের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে আগামী-২০১৮-১৯ অর্থ বছরে ব্রীজটির বরাদ্দ হবে। এ বিষয়ে রানীনগর-আত্রাই এলাকার সংসদ সদস্য ইসরাফিল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ওই এলাকার মানুষের দাবি পূরণ হতে আর বেশী সময় লাগবে না খুব অল্প সময়ের মধ্যে হবে। আদমদীঘি-দুঁপচাচিয়া এলাকার সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ নুরুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন চেষ্টা করা হচ্ছে, স্থানীয় ইঞ্জিনিয়ার প্রকল্প দিলেই কাজ শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ