Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদার টাকা নিয়ে নরসিংদীতে পরিবহন ব্যবসায়ীর পুত্র গুলিবিদ্ধ

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : চাঁদার টাকা ভাগবাটোয়ারা নিয়ে শামীম মিয়া (২৬) নামে এক পরিবহন ব্যবসায়ীর পুত্রকে গুলি করে আহত করেছে একদল সন্ত্রাসী। গত শুক্রবার রাতে নরসিংদী শহর সংলগ্ন সাহেপ্রতাপ এলাকায় এই সন্ত্রাসী ঘটনাটি সংঘটিত হয়েছে। জানা গেছে, গত শুক্রবার বিকেলে সাহেপ্রতাপ অটোরক্সা স্ট্যান্ডে নিয়মিত চাঁদাবাজী হয়। এই চাঁদার টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে একই এলাকার সন্ত্রাসী নাইম, বিধান, কাউছার, মহসিন ও তপু’র সাথে শামীমের কথা কাটাকাটি হয়। এ নিয়ে সন্ত্রাসীরা তার প্রতি ক্ষুদ্ধ হয়ে হুমকি দিয়ে চলে যায়। পরে একইদিন রাতে সন্ত্রাসীরা ৪ টি মোটর সাইকেল নিয়ে সাহেপ্রতাপ শামীমের দোকানের সামনে গিয়ে শামীমকে দোকান থেকে টেনে হেঁচড়ে দোকান থেকে নামিয়ে সকলে মিলে ধরে তার পায়ে ক্ষুদ্রাস্ত্র দিয়ে পর পর ৪ টি গুলি করে মারাত্মক রক্তাক্ত জখম করে চলে যায়।
এই অবস্থায় আশেপাশের লোকমান তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে জরুরী ভিত্তিতে ঢাকায় রেফার্ড করা হয়। খবর পেয়ে নরসিংদী পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, নরসিংদী সদর থানার ওসি সৈয়দুজ্জামান রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আশেপাশের লোকজনের নিকট থেকে ঘটনা সম্পর্কে অবহিত হন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অবৈধ আগ্নেয়াস্ত্রধারী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ