Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা আহত ৪

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


কেরানীগঞ্জ(ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জের দক্ষিন পাঁনগাও এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরধরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীন আওয়ামীলীগ নেতা হাজী আব্দুস সালামের(৯০) বসতবাড়ি ,ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়েছে । এই হামলায় হাজী আব্দুস সালামসহ ৪জন আহত হয়েছে। আহত অন্যান্যরা হচ্ছে কোন্ডা ইউনিয়ন ৪নং ওয়ার্ডের সাধারন সম্পাদক হাজী আনিসুর রহামন(৬০), মোঃ সোহেল কিবরিয়া (৪০) ও শেখ মোঃ সারোয়ার(৫০) প্রমুখ। ঘটনাটি নিয়ে আওয়ামীলীগের দুই গ্রæপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় বড় ধরনের ঘটনা ঘটতে পারে।
গতকাল দুপুরে সরেজমিন প্রতিবেদনে ঘটনাস্থলে গেলে হাজী আব্দুল সালাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরধরে কোন্ডা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাফর ইকবাল বাপ্পী তার বসতবাড়ি, পুকুর ও মার্কেটে বিভিন্ন নামে সাইন বোড ঝুলিয়ে দেয় এবং মার্কেটের দোকানে তালামেরে দেয়। এই ঘটনায় গত বুধবার দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ঘটনাটি নিয়ে পুলিশ গড়িমসি করলে পরে ঘটনাটি কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদকে অবহিত করলে তার নির্দেশে গত শুক্রবার সকালে মার্কেটের দোকানের তালা খুলে দেয়া হয় এবং সাইনবোর্ডগুলো সরিয়ে নেয়া হয়। এই ঘটনার জেরধরে শুক্রবার বিকেলে জাফর ইকবাল বাপ্পীর নেতৃত্বে ৩৫/৪০জন লোক তার বসতবাড়ি, গাড়ির গ্যারেজ ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় গ্যারেজে থাকা ১৬টি অটো রিক্সা ভাংচুর করা হয় এবং ৪টি অটোরিক্সা লুট করে নিয়ে যায় । এব্যাপারে কোন্ডা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাফর ইকবাল বাপ্পীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এলাকার দরিদ্র মানুষের বিভিন্ন কজে আমি সহায়তা করি। তবে এই হামলা , ভাংচুর ও লুটপাটের ঘটনার সাথে আমি জড়িত নই। এবিষয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম বলেন হামলা ও ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ হয়েছে মামলা নেয়া হচ্ছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ