প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত তারকা সাবরিনা পড়শী। নতুন গান আর স্টেজ শো-এ তার দারুণ ব্যস্ততা। সম্প্রতি নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। নেপালের ত্রিভুবন বিমানবন্দরে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার কয়েকজন শিল্পী মিলে তৈরি করেছেন একটি নতুন গান। গানটির শিরোনাম ‘ফিরে আসবে না’। এরই মধ্যে গানটির ভিডিওর দৃশ্য ধারণ হয়েছে। বাংলাদেশের সাহান কবন্ধের লেখা গানটি নেপালের ভাষায় রূপান্তর করেছেন প্রসাদ বাসকোটা। শ্রীলঙ্কা থেকে গানটির সুর ও সঙ্গীত করেছেন যৌথভাবে সেই রাজ ও থিলিনা বোরালেসা। গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের হৃদয় খান ও পড়শী এবং নেপালের মেলিনা রাই ও সনুপ পাউডেল। পড়শী বলেন, এখন কয়েকটি নতুন গানের কাজ চলছে। এছাড়া চলতি মাসেই বেশ কিছু স্টেজ কনসার্ট রয়েছে। এ সপ্তাহে কক্সবাজারে কনসার্টে গান গেয়েছি। সব মিলিয়ে গান নিয়েই ব্যস্ত সময় কাটছে। নতুন গান নিয়ে পড়শি বলেন, নেপালের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে একটি গানে কণ্ঠ দিয়েছি। এই গানটি মূলত মানবতার জায়গা থেকে করা হয়েছে। আমরা এমন দুর্ঘটনা আর চাই না।
ছবিঃ পড়শী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।