Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সমসাময়িক টিভি অনুষ্ঠান মোনা সিংয়ের পছন্দ নয়

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

এক সময়ের জনপ্রিয় টিভি অভিনেত্রী ‘কেহনে কো হামসফর হ্যায়’ নামের একটি ওয়েব সিরিজ দিয়ে আবার ফিকশন ধারায় ফিরছেন। তিনি জানান বর্তমান সময়ের টেলিভিশনের বিষয়বস্তুর সঙ্গে এখন আর তিনি বাস্তবতার মিল খুঁজে পান না।
“সৎভাবে বলতে গেলে বর্তমানের অধিকাংশ টিভি অনুষ্ঠানের বিষয়বস্তু আমি পছন্দ করি না। প্রতিটি চ্যানেলে পুরাণভিত্তিক সিরিয়াল আর বাকিগুলোতে আগের মত তেমন আকর্ষণীয় অনুষ্ঠান নেই। ১৯৯০-এর দশকে আর আমি যখন কাজ শুরু করেছিলাম সেই সময়ের টিভি অনুষ্ঠান বর্তমানের চেয়ে ভাল ছিল। বর্তমান সময়ের অধিকাংশ টিভি অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা খুঁজে পাই না,” মোনা সিং বলেন।
‘জাসসি য্যায়সি কোই নেহি’ সিটকমখ্যাত অভিনেত্রীটি বলেন, “আমি আমার মাকে অ্যাপ দিয়ে আর স্মার্ট টিভিতে টিভি অনুষ্ঠান দেখা শেখাচ্ছি। এটি একটি ভাল পরিবর্তন। টেলিভিশনে আমাদের কি ‘দ্য টেস্ট কেইস’-এর মত অনুষ্ঠান দেখা দরকার আছে? না। এম তো কিছু ঘটছে না আর এমন হওয়া উচিত।”
‘কেহনে কো হামসফর হ্যায়’ সিরিজটিতে মোনা এক স্বনির্ভর নারী অনন্যার ভূমিকায় অভিনয় করছেন। তিনি জানান তার চরিত্রটি ভ্যাম্প বা খল থেকে স্বতন্ত্র। কোনও নারী অবিশ্বস্ত হলে এমন করেই চরিত্র সাজান হয়ে থাকে। ১৪ পর্বের সিরিজটিতে আরও অভিনয় করেছেন রোণিত রায় এবং গুরদীপ কোহলি। এটি অল্টবালাজিতে স্ট্রিম করা হবে।
ছবিঃ মোনা সিং।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিভি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ