রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ভোলা জেলা সংবাদদাতা : ভোলার তজুমদ্দিন উপজেলার উপজেলা পরিষদের উপ-নির্বাচন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এক আদেশের মাধ্যমে স্থগিত করার আদেশ দিয়েছেন। হাইকোর্টের বিচারক সালমা মাসুদ চৌধুরী ও এ কে এম জহিরুল হকের বেঞ্চ চার সপ্তাহের জন্য এ আদেশ দেন। এ আদেশের কফি গতকাল শনিবার উপজেলা পরিষদের এসে পৌঁছায়। জানা যায়, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ফকরুল আলম বাদী হয়ে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব, ভোলা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা ঢাকাকে বিবাদী করে গত ১৮ মার্চ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন বেঞ্চে রিট দাখিল করেন। সেখানে ৩ নং চাঁদপুর ইউনিয়নের ভোটার তালিকা ও উপজেলা সীমানা বিরোধ নিষ্পতি করে গেজেট প্রকাশের দাবি জানিয়ে অ্যাডভোকেট এম সাইয়েদ আহমেদ ও বি এম মামুনুর রশিদের মাধ্যমে রিট পিটিশন দাখিল করেন। রিট পিটিশনের প্রেক্ষিতে গত ২০ মার্চ ২০১৮ তারিখে ওই বিচারপতিদ্বয়ের বেঞ্চ তজুমদ্দিন উপজেলা পরিষদের উপ-নির্বাচন স্থগিতাদেশ চার সপ্তাহের জন্য স্থগিতাদেশ প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।