Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পঞ্চগড় চিনিকল উচ্চ বিদ্যালয়ে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


তেঁতুলিয়া (পঞ্চগড়)উপজেলা সংবাদদাতা : ‘প্রাণের বন্ধনে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি স্মৃতির মন্থনে’ এই সেøাগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চগড়ের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পঞ্চগড় চিনিকল উচ্চ বিদ্যালয়ের নতুন-পুরাতন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে বিদ্যালয় চত্বর থেকে ঘোড়া, মহিষ ও গরু গাড়ি নিয়ে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল ইসলাম, পঞ্চগড় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহনুর রেজা, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও পঞ্চগড় হান্নান শেখ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মো. শাহিনসহ বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেয়।
শোভাযাত্রা শেষে বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মো. দেলোওয়ার হোসেন, পঞ্চগড় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহনুর রেজা, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও পঞ্চগড় হান্নান শেখ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মো. শাহিন.পঞ্চগড় পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল ইসলামসহ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ