Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাঙ্গলকোটে ধর্ষণ মামলা তুলে নিতে হুমকি

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

নাঙ্গলকোট (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : নাঙ্গলকোটে এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে দায়ের করা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে আসামি ও তার স্বজনরা। গতকাল শনিবার ধর্ষিতার বাবা বিরুলী গ্রামের আবু তাহের নাঙ্গলকোট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। তিনি তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, গত ৬ মার্চ রাতে তিনি স্থানীয় বাজারে এবং তার স্ত্রী কুমিল্লার একটি হাসপাতালে ছিলেন। তাদের অনুপস্থিতিতে রাত ১০টায় তার নবম শ্রেণিপড়–য়া মেয়ে রান্নাঘরে তরকারি গরম করতে গেলে বিরুলী গ্রামের কাজী আবদুস ছাত্তারের ছেলে কাজী আবুল কালাম মামুন মুখ চেপে ধরে তাকে পাশ্ববর্তী জঙ্গলে নিয়ে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। আমি বাড়িতে এসে তাকে ঘরে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করে পাশ্ববর্তী জঙ্গল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করি। এ ব্যাপারে আবু তাহেরের মেয়ে বাদী হয়ে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে একটি মামলা দায়ের করে। আদালত মামলাটি এফআইআর হিসাবে গণ্য করার জন্য নাঙ্গলকোট থানাকে নির্দেশ দেয়। আসামি ও তার স্বজনরা মামলাটি তুলে নিতে বিভিন্নভাবে ভয়-ভীতিসহ হুমকি দিয়ে যাচ্ছে বলে আবু তাহের জানান। তিনি তার ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা প্রদানে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ