রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
তাড়াশ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : তাড়াশ থানা পুলিশের দুই সদস্যকে হয়রানির অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেনÑ উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের মাদরাসা পাড়ার মৃত মোহাম্মাদ আলীর ছেলে মো. আনোয়ার হোসেন (৩১) ও তার শ্যালক মৃত নাজির উদ্দিনের ছেলে জুয়েল রানা (২০)। শুক্রবার নিজেদের বাড়ি থেকে গ্রেফতারের পর তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, গ্রেফতারকতরা প্রায় সাতমাস পূর্বে এএসআই মো. আখেরুল ইসলাম ও মো. মাসুদ রানার বিরুদ্ধে মামলা না নিয়ে অর্থ লেনদেন ও মারপিটের অভিযোগ এনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দেন। ঊর্ধ্বতন পুলিশের পক্ষ থেকে তদন্ত করে অভিযোগের বিষয়টি মিথ্যে প্রমাণিত হয়। একই সঙ্গে পুলিশকে হয়রানি করতে মিথ্যে অভিযোগ দেয়ায় অভিযোগকারী দুইজনের বিরুদ্ধে ব্যবস্থার নেয়ার নির্দেশ দেন সংশ্লিষ্ট বিভাগ। পরে এসআই জামাল উদ্দিন অভিযোগকারী আনোয়ার হোসেন ও তার শ্যালক জুয়েল রানার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র প্রদান করেন। আদালত থেকে গ্রেফতারি পরোয়না জারি করা হয় তাদের বিরুদ্ধে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।