Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

নিরপেক্ষ নির্বাচন হলে ক্ষমতায় আসবে জাতীয় পার্টি -এরশাদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৮, ১:৫৪ পিএম
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আগামীতে জাতীয় পার্টি (জাপা) ক্ষমতায় আসবে বলে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার দুপুরে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।
নির্বাচনের বছরে নিজেদের শক্তি ও সামর্থ্যের বিষয়টি জানান দিতে সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশের আয়োজন করেছে জাতীয় পার্টি।
এরশাদ বলেছেন, আগামীতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতীয় পার্টি ক্ষমতায় আসতে প্রস্তুত। আজকে সমাবেশের জনসমাগম সেটাই প্রমাণ করে। 
তিনি আরো বলেন, গত ২৫ বছরে দুটি দলই বারবার ক্ষমতায় আসলেও জনগণকে কোনো কিছুই দিতে পারেনি। অন্যায় অবিচার করেছে। শুধু বড় বড় বক্তৃতা দেয়।
সুষ্ঠু নির্বাচন দিতে সরকার বাধ্য থাকবে মন্তব্য করে এরশাদ আরও বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন হয় না। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। 
এসময় মঞ্চে সম্মিলিত জাতীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।


 

Show all comments
  • গনতন্ত্র ২৪ মার্চ, ২০১৮, ১০:১১ পিএম says : 0
    জনগন বলছেন, কচ্ছপের বৈশিষ্ট ৷ আগে কোল থেকে নামুন, হাঁটুন, তারপর ম্যারাথনের চিন্তা ৷
    Total Reply(0) Reply
  • গনতন্ত্র ২৪ মার্চ, ২০১৮, ১০:১৬ পিএম says : 0
    জনগন বলছেন, মাঠে নামুন, আন্দোলন করুন, সুষ্ঠ র্নিবাচনের মাঠ প্রস্তুত করান ৷
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ