Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৫ মার্চ ১ মিনিট আলো জ্বলবে না -স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২৫ মার্চ রাতে এক মিনিট নীরবতা পালনের কর্মসূচি পালন করা হবে। এ সময় সব আলো নিভিয়ে রাখতে হবে। আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবিতে এ কর্মসূচি নেয়া হয়েছে। গতকাল শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের এক সভায় তিনি আরো বলেন, পাকিস্তানিরা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে যে বর্বর গণহত্যা চালিয়ে তা জঘন্য। ওই রাতে তারা বাঙালিদের উপর যে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে সেটি বিশ্ববাসীর কাছে স্মরণীয় করে রাখতে এ কর্মসূচি পালন করা হবে। আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির দাবিতে ২৫ মার্চ রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে সারাদেশের মানুষ একসঙ্গে নীরবতা পালন করবে। যদি সঠিকভাবে উপস্থাপন করা যায় তাহলে আমরাও এ জঘন্য গণহত্যা দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি পেতে পারি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রুয়ান্ডার গণহত্যার তুলনায় ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা এবং এর ভয়াবহতা কম নয়। সেদিনের হত্যা সব কিছুকে হার মানায়। এ কারণে আলো নিভিয়ে এক মিনিট নীরবতা পালন করবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ