পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
নগদ টাকার টানাটানির মধ্যেও বাড়ছে বেসরকারি খাতে ঋণ প্রবাহ। গত জানুয়ারি মাসে বেসরকারি খাতে ঋণের বার্ষিক প্রবৃদ্ধি বেড়ে ১৮ দশমিক ৩৬ শতাংশে দাঁড়িয়েছে। আগের মাস ডিসেম্বরে যা ১৮ দশমিক ১৩ শতাংশ ছিল। ঋণ চাহিদার কারণে যেনতেন ঋণ বিতরণ ঠেকাতে গত জানুয়ারিতে ব্যাংকগুলোর ঋণ অনুপাত আমানত (এডিআর) কমানোর মাধ্যমে ঋণ দেওয়ার ক্ষমতা কমিয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এডিআর না কমালে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আশানুরূপ ঋণ চাহিদা না থাকায় কয়েক বছর ধরে ব্যাংকের কাছে প্রচুর উদ্বৃত্ত তারল্য ছিল। গত জুনের পর হঠাৎ করে ঋণ চাহিদা বাড়তে শুরু করে। জুলাইতে এসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হয় ১৬ দশমিক ৯৪ শতাংশ। গত নভেম্বরে ১৯ দশমিক শূন্য ছয় শতাংশে পৌঁছায়, যা কয়েক বছরের সর্বোচ্চ। ঋণের সঠিক ব্যবহার হচ্ছে না-এমন আলোচনার মধ্যে গত ৩ জানুয়ারি ব্যাংকার্স সভায় ঋণ দেওয়ার ক্ষমতা কমানোর ইঙ্গিত দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর পর ৩০ জানুয়ারি প্রচলিত ধারার ব্যাংকের একশ’ টাকা আমানতের বিপরীতে ৮৩ টাকা ৫০ পয়সা এবং ইসলামী ব্যাংকগুলোর ৮৯ টাকা ঋণ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়। আগে যা ৮৫ ও ৯০ টাকা ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।