Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিলাইছড়িতে পূজারিদের উপর সন্ত্রাসীর গুলি আহত ২

| প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৮, ১২:২২ এএম

 

রাঙামাটি জেলা সংবাদদাতা : রাঙামাটির দূর্গম বিলাইছড়ি উপজেলায় একদল পূজারীর উপর গুলি বর্ষণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। বুধবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় শিশু সুনীল তঞ্চঙ্গ্যাসহ (৯) সুন্দর বাবু (২১) নামে দু’জন আহত হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভিক্ষু ও শ্রমণসহ ১০জনের একটি পূজারী দল নৌকাযোগে উপজেলার ফারুয়া ইউনিয়নে বৌদ্ধু ভিক্ষুক ডা: দীপংকর মাহাথির ভান্তের সাথে দেখা করার জন্য যাত্রা করে। এসময় পূজারীদের বহনকারী নৌকাটি ওই ইউনিয়নের উলুছড়িস্থ মাসকুমড়া নামক এলাকায় পৌঁছলে পাহাড়ে ওত পেতে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা পূজারীদের লক্ষ করে কয়েক রাউন্ড গুলি ছড়ে। এতে নৌকায় অবস্থান করা নয় বছরের শিশু সুনীল তঞ্চঙ্গ্যা (৯) ও সুন্দর বাবু (২১) মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয় বলে জানায় স্থানীয়রা। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন জানান, আমাদের পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ