পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। এ অর্জন আত্মমর্যাদার, অহঙ্কারের, গৌরবে আনন্দের বন্যায় ভাসছে পুরো দেশ। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী ঘোষিত কর্মসূচি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা। বিকেলে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন ব্যাংকের গভর্নর ফজলে কবির।
শোভাযাত্রা পূর্ব জমায়েতে তিনি বলেন, মার্চ মাস আমাদের শুভক্ষণ। এ মাসেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এ মাসেই সাতই মার্চের ভাষণ স্বীকৃত দিয়েছে ইউনেস্কো। আমাদের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আমরা অর্থনৈতিকভাবে আরো এগিয়ে যাবো। পরে শোভাযাত্রা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।