Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার নির্বাচনে ৭৬.৬৭ শতাংশ ভোট পেয়ে পুতিন বিজয়ী

নীরব পশ্চিমা দেশগুলো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভ্লাদিমির পুতিন যুগান্তকারী জয় পেয়েছেন। তিনি নির্বাচনে ৭৬.৬৭ শতাংশ ভোট পান। গতকাল সোমবার কেন্দ্রীয় নির্বাচন কমিশন একথা জানিয়েছে। রোববারের নির্বাচনে পুতিন এ যাবতকালের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। ৯৯.৮ শতাংশ ভোট গণনা শেষ হওয়ার পর নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা একথা জানান। উল্লেখ্য, তিনি প্রায় দুই দশক ধরে রাশিয়ার ক্ষমতায় রয়েছেন।
পুতিনের জয়ে নীরব পশ্চিমা দেশগুলো
রাশিয়ার নির্বাচনে আবারও প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ায় যখন বিশ্বের বিভিন্ন দেশ ভøাদিমির পুতিনকে অভিনন্দন জানাচ্ছে, তখন নীরব পশ্চিমা দেশগুলো। তাদের মনোযোগ যুক্তরাজ্যে রাশিয়ার নার্ভ গ্যাস ব্যবহার ও যুক্তরাষ্ট্রে নির্বাচনে হস্তক্ষেপের ঘটনায়। পুতিনকে অভিনন্দন জানানোর দলে রয়েছেন চীনের প্রেসিডেন্ট থেকে শুরু করে মিসররে আব্দেল ফাত্তাহ সিসি। ওই নির্বাচনে বিরোধী এক নেতাকে অংশ নিতে দেওয়া হয়নি। তাছাড়া অনিয়মের অভিযোগও সামনে এসেছে, জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি।
সরকারিভাবে প্রাপ্ত নির্বাচনের ফলাফলে জানানো হয়েছে, পুতিন ৭৬ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছেন। ১৯৯৯ সাল থেকে হয় প্রধানমন্ত্রী আর নয়তো প্রেসিডেন্ট হিসেবে রাশিয়ার ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছেন পুতিন। প্রথমে প্রেসিডেন্ট হয়ে পরে আবার প্রধান মন্ত্রী হয়েছিলেন তিনি। কারণ রাশিয়ার সংবিধান অনুযায়ী তার পক্ষে দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকা সম্ভব ছিল না। এবার আবারও প্রেসিডেন্ট হয়েছেন রাশিয়ার এই নেতা। এনবিসি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ২০২৪ সালের পরেও ক্ষমতায় থাকতে তিনি সংবিধান সংশোধন করবেন না। চীনের শি জিন পিংয়ের পদাঙ্ক অনুসরণে তার এই অনাগ্রহের কথা উল্লেখিত হয়েছিল মার্চের ১০ তারিখে ক্রেমলিন কর্তৃক প্রকাশিত ওই সাক্ষাৎকারের ট্রান্সক্রিপ্টে।
পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাকে অভিনন্দন জানিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং বলেছেন, ‘বর্তমানে চীন ও রাশিয়ার কৌশলগত সম্পর্ক সর্বকালের মধ্যে সবচেয়ে ভালো, যা নতুন ধরণের আন্তর্জাতিক সম্পর্ক তৈরির ক্ষেত্রে উদাহরণ হয়ে থাকবে।’ স্পুৎনিক নিউজ জানিয়েছে, আরব অঞ্চল থেকে অভিনন্দন বার্তা পাঠানো প্রথম সরকারপ্রধান মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ সিসি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হওয়ার আশা ব্যক্ত করেছেন।
কাজাখাস্তান, বেলারুশ, ভেনিজুয়েলা, বলিভিয়া, কিউবাসহ অনেক দেশ তাদের শুভেচ্ছাবাণী পাঠিয়েছে। কিন্তু অভিনন্দিত করার বিষয়ে নীরব আছেন পশ্চিমা দেশগুলোর নেতারা। স¤প্রতি যুক্তরাজ্যে পক্ষত্যাগী রুশ গোয়েন্দাকে নার্ভ গ্যাস দিয়ে হত্যার অভিযোগে রাশিয়াকে দায়ী করেছে যুক্তরাজ্য। তাছাড়া এ বিষয়ে যুক্তরাজ্যকে সমর্থন জানিয়ে মিত্র যুক্তরাষ্ট্র কয়েকটি রুশ প্রতিষ্ঠান ও কয়েকজন রুশ ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে, যুক্তরাষ্ট্রেএ নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে। ব্রাসেলসে ইউ পররাষ্ট্রমন্ত্রীদের এক সম্মেলনে যোগ দিতে যাওয়া জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং রাশিয়াকে সমস্যাজনক পক্ষ আখ্যা দিয়ে বলেছেন, ‘ তারপরও আমাদের সংলাপ চালিয়ে যেতে হবে।’ অন্যদিকে ইউয়ের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান ফেডরিকা মোঘেরিনিও নির্বাচনের ফলাফলের বদলে নার্ভ গ্যাস ব্যবহার করে হত্যার বিষয়কেই প্রাধান্য দিয়েছেন। ওই ঘটনার বিষয়ে তার মন্তব্য, ঘটনাটি ‘একেবারেই অগ্রহণযোগ্য।’ যুক্তরাজ্য ওই ঘটনার প্রেক্ষিতে ২৩ জন রুশ কূটনৈতিককে বহিষ্কার করেছে। যার প্রেক্ষিতে মস্কোও পাল্টা ব্যবস্থা নিয়েছে।
বিবিসি তাদের প্রতিবেদনে লিখেছে, অনুষ্ঠিত নির্বাচনে সবার অনুমান সত্য করে দিয়ে আবারও জিতেছেন পুতিন। গত বারের চেয়ে তার প্রাপ্ত ভোটের পরিমাণ বেড়েছে। জমা পড়া ৯৯.৮ শতাংশ ব্যালট পেপারের হিসেবে এবার ভøাদিমির পুতিন পেয়েছেন ৭৬.৬৮ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী পাভেল গ্রুদিনন পেয়েছেন ১১.৭৮ শতাংশ ভোট। প্রার্থীদের মধ্যে একমাত্র নারী ছিলেন। বিরোধী নেতা অ্যালেক্সই নাভালনিকে নির্বাচনের আগেই গ্রেফতার করা হয়েছিল। তিনি নির্বাচনে অংশ নিতে পারেননি। কিছু এলাকার ভোটকেন্দ্রের পাশে বিনামূল্যে খাবার ও বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছিল। নির্বাচন পর্যবেক্ষক সংস্থা গোলোস শতাধিক অনিয়মের কথা জানিয়েছে। নিজের জয় নিয়ে পুতিন মস্কোতে হওয়া এক সভায় বলেছেন, ‘জনগণ বিগত বছরগুলোতে অর্জিত সাফল্যের স্বীকৃতি দিয়েছে।’ সূত্র : এএফপি ও বিবিসি।



 

Show all comments
  • রোজিনা ২০ মার্চ, ২০১৮, ২:৫৪ এএম says : 0
    আমার মতে, রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ভ্লাদিমির পুতিনই পারফেক্ট।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ